ইউটিউবভিত্তিক অনুষ্ঠান নির্মাণে স্পর্শিয়া

83

অর্চিতা স্পর্শিয়ার তিনটি ছবি মুক্তিপ্রতিক্ষীত। যথাক্রমে ‘আবার বসন্ত’, ‘কাঠবিড়ালী’ ও ‘মানুষের বাগান’। চলছে এসবের নানামাত্রিক প্রচারণা। বিশেষ করে ‘আবার বসন্ত’ নিয়ে প্রচারণার টেবিলে বেশি মন বসিয়েছেন এখন। কারণ এটি মুক্তি পাচ্ছে এই ঈদে। এরমধ্যে নতুন খবর পাঠালেন স্পর্শিয়া। নিজেকে নিয়েই একটি ধারাবাহিক অনুষ্ঠান নির্মাণ করছেন তিনি। নাম ‘উইথ স্পর্শিয়া’। ক্যাজুয়াল টকশো ঘরানার এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন স্পর্শিয়া নিজেই।
জানালেন, নিজের পরিকল্পনায় অনুষ্ঠানটির পেছনে থাকছে তারই নির্মাণ প্রতিষ্ঠান কচ্ছপ ফিল্মস। ২০ মে থেকে অনুষ্ঠানটি নিয়মিত উন্মুক্ত হবে অর্চিতা স্পর্শিয়ার স্বনামে খোলা ইউটিউব চ্যানেলে।
তিনি বললেন, ‘এখন তো সিনেমা নিয়েই আছি। নাটকে কাজ করি না। তো মাথার মধ্যে সবসময়ই অনেক রকমের আইডিয়া কিলবিল করে। তারই একটি হচ্ছে এই ক্যাজুয়াল আড্ডার আয়োজন। আমি চেষ্টা করবো পর্বগুলোতে এক অথবা দুজন কলিগ/ বন্ধুকে ডেকে ঘরোয়া গল্পে মেতে উঠতে। কারণ, আমরা টিভি খুললেই দেখি ফরমাল আলাপে সবাই ব্যস্ত। এটার বাইরে গিয়ে আমি কিছু করতে চাই। যেখানে ন্যাচারাল আলাপটা থাকবে।’ এরমধ্যে শুটিং শেষ হওয়া ‘উইথ স্পর্শিয়া’র প্রথম পর্বে অতিথি হয়ে এসেছেন সাফা কবির। অন্তর্জালে যার একটি প্রমো প্রকাশ পেয়েছে ১৭ মে। স্পর্শিয়া বলেন, ‘এরমধ্যে আমরা বেশ ক’টি পর্ব গুছিয়ে ফেলেছি। যেখানে আমার অতিথি হিসেবে এসেছেন নির্মাতা রেদওয়ান রনি, কণ্ঠশিল্পী মাহতিম শাকিব প্রমুখ। আসলে আমার সঙ্গে যারা প্রাণখুলে আড্ডা দিতে পারবেন, তাদের নিশ্চয়ই আমি কাছে পাবো। দেখা যাক, কী হয়।’