ইউজিসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে জাইকার প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

52

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এর তিন সদস্যের এক প্রতিনিধি দল বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা’র সঙ্গে ইউজিসিতে গত ২২ মে সৌজন্য সাক্ষাৎ করেন। জাইকা, বাংলাদেশ এর সিনিয়র রিপ্রেজেনটেটিভ (আরবান ডেভেলপমেন্ট) মি. কজি মটোমরি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সভায় জাইকার প্রতিনিধি দল বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এ উদ্দেশ্যে তারা বাংলাদেশের উচ্চশিক্ষার ওপর একটি জরিপ পরিচালনা করতে চায়। ইউজিসি এবং জাইকার যৌথ উদ্যোগে এ বিষয়ে ২০১৯ সালের জুন মাসে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রফেসর ইউসুফ আলী মোল্লা তাঁর বক্তব্যে বলেন জাইকার প্রস্তাবটি বন্ধুপ্রতীম বাংলাদেশ এবং জাপানের উচ্চশিক্ষা এবং গবেষণায় একটি নবদিগন্তের সূচনা করবে। তিনি আরও বলেন ইউজিসি বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিকীকরণে বিদেশি সহযোগিতাকে স্বাগত জানায়। জাপানকে উন্নয়নের বৃহৎ অংশীদার উল্লেখ করে প্রফেসর মোল্লা বলেন, বাংলাদেশের শিক্ষা, অবকাঠামো এবং আর্থ-সামাজিক উন্নয়নে এ দেশটি ব্যাপক অবদান রাখছে। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসেন, সদস্য, ইউজিসি, ড. মো. খালেদ, সচিব, ইউজিসি এবং ড. মো. ফখরুল ইসলাম, পরিচালক, বেসরকারি বিশ^বিদ্যালয় বিভাগ, ইউজিসি। বিজ্ঞপ্তি

আহলে সুন্নাত ওয়াল
জামায়াতের কেয়ামুল
লাইল মাহফিল
২৬ মে

আহলে সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের উদ্যোগে আগামী ২৬ মে তারাবিহ জামাল খানস্থ রীমা কমিউনিটি সেন্টারে পবিত্র কেয়ামুল লাইল মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য আলেমেদ্বীন প্রখ্যাত ইসলামিক স্কলার নেছারিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। এছাড়াও আরও অনেক আলেম-ওলামাগণ উপস্থিত থাকবেন। উক্ত মাহফিলকে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য কেয়ামূল লাইল মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক ও সচিব যথাক্রমে এম মহিউল আলম চৌধুরী ও আলহাজ ইলিয়াছ খান ইমু চট্টগ্রামের সকল ধর্মানুরাগী মানুষের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি