ইউজিসিতে হিট প্রকল্পের মতবিনিময় সভা

36

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের ওপর এক মতবিনিময় সভা গত ৫ ফেব্রুয়ারি ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র প্রফেসর, ইউজিসি ও বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গবেষণা, শিল্প এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা সভায় সভাপতিত্ব এবং অধিবেশন সঞ্চালন করেন। প্রফেসর ড. দিল আফরোজা বেগম, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিল, প্রফেসর ড. মোহাম্মদ তামিম, উপ-উপাচার্য, ব্র্যাক ইউনিভার্সিটি, প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল এবং ড. মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র অপারেশন্স অফিসার, বিশ্ব ব্যাংক অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় বক্তারা প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত যথোপযুক্ত শিক্ষা নিশ্চিতকরণ, উন্নত গবেষণা কর্মকান্ড পরিচালনা, ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রি কোলাবরেশন সেল প্রতিষ্ঠা, মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণা টিম গঠন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, কারিকুলাম আধুনিকায়ন ও নারীদের জন্য গবেষণা সুবিধা প্রদান দেশের উচ্চশিক্ষার গতি ত্বরান্বিত করার জন্য জরুরি বলে অভিমত ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি