ইউএসটিসি’র রিসার্চ সেল ও বার্ষিক জার্নাল বিষয়ে সভা

48

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)’র রিসার্চ সেল এবং বিশ্ববিদ্যালয়ের জার্নাল বিষয়ে সভা গত ২৯ জুন সকাল ১১টায় উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় ইউএসটিসি’র রিসার্চ সেল এর অ্যাডভাইজার, সকল অনুষদের ডীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। ইউএসটিসি রিসার্চ সেল এর প্রকাশনা কার্যক্রম দ্রæত বাস্তবায়নের লক্ষ্যে সভায় সদস্যবৃন্দ গুরুত্ব দেন। প্রথমবার যেসব গবেষকদের রিসার্চ গ্রান্ট প্রদান করা হয়েছে তাদের গবেষণার ষান্মাসিক রিপোর্র্ট ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করা এবং দ্বিতীয় পর্বে গবেষণা প্রস্তাবের আওতায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। সভায় আরও বলা হয়, সম্প্রতি মালেশিয়ার টপ র‌্যাংকিং ইউনিভার্সিটির সাথে ইউএসটিসি’র সমঝোতা স্মারক এর অধীনে শিক্ষক শিক্ষার্থীদের গবেষণা করার সুযোগ বিদ্যমান। এ লক্ষ্যে প্রতিটি ফ্যাকাল্টি ও বিভাগে শিক্ষক ও শিক্ষার্থীর নাম প্রস্তাবের জন্য উদ্বুদ্ধ করা হয়।
ইউএসটিসি’র জার্নাল ‘ইউএসটিএ’ প্রকাশের জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত এডিটোরিয়াল বোর্ডকে অনুরোধ জানানো হয়। সভায় উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম ইউএসটিসিকে ভালবেসে সবার সক্রিয় অংশগ্রহণে শিক্ষার মান, গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে সুনাম বৃদ্ধির জন্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি