ইউএসটিসি’তে জিরো রোবোটিকস্ বিষয়ক বক্তৃতামালা ২ মার্চ

47

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)’র মাওলানা ভাসানী অডিটোরিয়ামে আগামী ২ মার্চ শনিবার সকাল ১০টায় আমেরিকার ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)’র স্পেসসায়েনটিস্ট, স্পেসসিস্টেম ল্যাবরেটরীজিরো রোবোটিকস্ বিষয়ক স্বনামধন্য অধ্যাপক মিজানুল এইচ চৌধুরী, ্”জিরো রোবেটিকস্’-শীর্ষক আন্তর্জাতিক উদ্ভুতকরণ বক্তৃতামালা উপস্থাপন করবেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) বাংলাদেশে প্রথম এ ধরণের ইভেন্টে এমআইটি’র প্রফেসর স্পেসসায়েন্টিষ্টিস’ জিরো রোবোটিক্স’এর উপর তাঁর মূল্যবান তথ্যসমৃদ্ধ বিজ্ঞানসম্মত বক্তব্য ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত ও উদ্ভুতকরণের উদ্দেশ্যে উক্ত আন্তর্জাতিক বক্তৃতামালা উপস্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউএসটিসি’র বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম। সভাপতিত্ব করবেন ইউএসটিসি’র ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. নুরুল আবছার। অনুষ্ঠানে সরকারী-বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ পাশাপাশি ইউএসটিসি’র সকল শিক্ষক ও ছাত্রছাত্রীগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকারজন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি