ইংল্যান্ড ম্যাচে যেসব বিষয় চিন্তায় রাখছে ভারতকে

38

বিশ্বকাপে আজ রবিবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ইংল্যান্ড শেষ দু’টি ম্যাচে হারলেও কোন কোন জায়গাগুলি ভোগাতে পারে ভারতকে? দেখে নেওয়া যাক। শুরুতেই বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে জনি বেয়ারস্টো চিন্তায় ফেলতে পারেন কোহলিদের। একবার ব্যাট চলতে শুরু করলে তাঁকে থামানো মুশকিল।
তিন নম্বরে জো রুট ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপের সেরা ভরসা। বিশ্বকাপে বেশ ভাল ফর্মে রয়েছেন এই ডানহাতি। এই বিশ্বকাপে রুটের ইতিমধ্যেই দু’টি শতরান হয়ে গিয়েছে। ভারতের বিরুদ্ধে এই ফর্ম চলতে থাকলে বিপদ হতে পারে।
শেষ দু’টি ম্যাচে ইংল্যান্ড হেরে গেলেও বেন স্টোকসের ব্যাট আবার চলতে শুরু করেছে। ভারতের বিরুদ্ধেও ইংলিশ মিডল অর্ডারের প্রধান কাঁটা হতে পারেন স্টোকস। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান ইতোমধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে ১৭টি ছয় মেরে বিশ্বকাপে সর্বাধিক ছয়ের তালিকায় নিজের নাম তুলে নিয়েছেন। ভারতের বিরুদ্ধেও মরগ্যান এরকম ব্যাট করলে তা ভোগাতে পারে কোহালিদের।
বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে বাটলার ম্যাচের রং যখন খুশি বদলে দিতে পারেন। তাই বাটলারকে ড্রেসিংরুমে তাড়াতাড়ি ফেরাতে হবে ভারতীয় বোলারদের। জফরা আর্চারের ফর্ম চিন্তায় রাখবে ভারতকে। ইতোমধ্যে বিশ্বকাপে ১৬টি উইকেট নিয়ে ব্যাটসম্যানদের ত্রাস হয়ে উঠেছে জফরা। ভারতের বিরুদ্ধেও তাঁর এই ফর্ম থাকলে তা ভোগাতে পারে।
মঈন আলী ও আদিল রশিদের স্পিন বোলিং ভোগাতে পারে ভারতকে। মঈন আলীর বিধ্বংসী ব্যাট ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। অলরাউন্ডার হিসেবে ক্রিস ওয়েকস ব্যাটে বলে ভারতকে বিপদে ফেলতে পারে। এছাড়া মার্ক উডের বোলিং ভারতের জন্য চিন্তার কারণ হতে পারে। ইতোমধ্যে বিশ্বকাপে ১৫৪ কিমি গতিবেগে বল করেছেন উড। ভারতের বিরুদ্ধেও এই ফাস্ট বোলিং চিন্তায় ফেলতে পারে।