ইংল্যান্ডের বিশ্বকাপ জার্সিতে নাখোশ

27

১৯৯২ সালের বিশ্বকাপ থেকে অনুপ্রাণিত হয়ে ২০১৯ বিশ্বকাপের জার্সি বানিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। নতুন জার্সির সেই ছবি টুইটারে দিতেই হামলে পড়েছেন সমর্থকরা। মরগান-রুটদের নয়া জার্সি যে পছন্দ হয়নি সেটা একের পর এক কটু মন্তব্যে বুঝিয়ে দিচ্ছেন ইংলিশ সমর্থকরা।
কেমন হয়েছে আমাদের বিশ্বকাপ জার্সি?’ -ইংলিশ ক্রিকেট বোর্ডের টুইটার থেকে এমন প্রশ্ন আসতেই শুরু সমালোচনার। এক ভক্ত নীল রঙের ময়লার ব্যাগের ছবি পোস্ট করে শিরোনামে লিখেছেন, ‘অনেক মিল!’ রয়-স্টোকসদের আরেক ভক্তের জবাব, ‘সময়টা যদি ১৯৯০ সাল হত তবে মানা যেত।’ ‘জেদখে মনে হচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটাররা যেন ভারতীয় জার্সি পরে আছে!’ এক ভারতীয় লিখেছেন এমন।
১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ হয়েছিল ইংল্যান্ড। সেই বিশ্বকাপের জার্সি পরে কেন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে হবে সে প্রশ্নও ছুঁড়েছেন একজন, ‘চ্যাম্পিয়ন হওয়াই যখন তাহলে রানার্সআপের জার্সি পরতে হবে কেন?’ এবার জার্সি বিতর্ক অবশ্য নতুন নয়। বাংলাদেশের বিশ্বকাপ জার্সি সামনে আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলে পড়েছিল টাইগারভক্তরা। অব্যাহত সমালোচনার মুখে বিসিবি জার্সির নকশা পরিবর্তন করতে বাধ্য হয়!