ইংল্যান্ডকে পাল্টা জবাব দিচ্ছে টাইগার যুবারা

25

প্রথম দিনে বল হাতে শাসন করার পর দ্বিতীয় দিনে ব্যাটেও ভালো জবাব দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চট্টগ্রামে ইংল্যান্ডের যুবাদের বিপক্ষে সিরিজের প্রথম যুবা টেস্টের দ্বিতীয় দিনে ছড়ি ঘুরিয়েছে স্বাগতিকরাই।
ইংলিশ যুবাদের ২৮০ রানে আটকে দিয়ে ৫ উইকেট হারিয়ে দিন শেষে ২৬৬ রান তুলেছে টাইগার যুবারা। লিড থেকে মাত্র ১৪ রান দূরে আকবর আলীর দল। তৃতীয় দিনে বড় কোনো অঘটন না ঘটলে লিড পাওয়াটা একপ্রকার নিশ্চিতই!
আলো ঝলমলে দিনে স্বাগতিক যুবাদের শুরুটা হয়েছিল উইকেট হারিয়ে। দলীয় ১২ রানের মাথায় ওপেনার তানজিদ হাসানকে (৪) হারায় বাংলাদেশ। সেই ধাক্কা কাটিয়ে দলকে শক্ত ভিত গড়ে দেন আরেক ওপেনার অমিত হাসান ও পারভেজ হোসেন ইমন। দুজনে গড়েন ৯৩ রানের জুটি।
অমিত ৪৯ আর ইমন ৬২ করে ফিরলে স্বাগতিকদের হয়ে হাল ধরেন তৌহিদ হৃদয় ও অধিনায়ক আকবর। দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। হৃদয় ৬১ রানে আউট হয়েছেন। আকবর অপরাজিত আছেন ৫৬ রানে।