ইংলিশ প্রিমিয়ার লিগ ১ জুনের আগে নয়

15

ইংলিশ প্রিমিয়ার লিগ গত মাস থেকেই একটি প্রকল্পের আওতায় মাঠে নামার চিন্তাভাবনা করছে। যেটিকে বলা হচ্ছে প্রকল্প পুনরারম্ভ বা প্রজেক্ট রিস্টার্ট। সোমবার যুক্তরাজ্য সরকার আগামী ১ জুন থেকে এটি শুরু করার অনুমতি দিয়েছে। তবে অবশ্যই কঠিন শর্তে। করোনাভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে পাঁচটি পরীক্ষা সম্পন্ন হলেই কেবল শুরু হতে পারে। শুধু ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগই নয়, যত পেশাদার খেলা আছে সবই এর আওতায়। এবং খেলা হবে দর্শকশূন্য ভেন্যুতে। করোনাভাইরাসের কারণে গত ১৩ মার্চ থেকে বন্ধ রয়েছে প্রিমিয়ার লিগ। ৩৮০ ম্যাচের মধ্যে ৯২টিই রয়েছে বাকি। ম্যানচেস্টার সিটির চেয়ে ২৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে লিভারপুল।