আ জ ম নাছির শিক্ষা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

132

তৃতীয়বারের মতো আ জ ম নাছির উদ্দীন শিক্ষা পরিষদের উদ্যেগে মেধাবৃত্তি পরীক্ষা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ এবং কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল অনুষ্ঠিত হয়। এতে ৩য় থেকে ৯ম শ্রেণি পর্যন্ত মোট ২১১১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত মেধাবৃত্তি পরীক্ষা চলে। পরীক্ষার পর শিক্ষকমণ্ডলী দ্বারা উত্তরপত্র মূল্যায়নপূর্বক ৯৫ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের পৃষ্ঠপোষকতায় এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর নাজমুল হক ডিউক, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া (উপ সচিব) এবং শিক্ষা কর্মকর্তা মো. সাইফুর রহমান ভূমিকা রাখেন। সহযোগিতা করেন আ জ ম নাছির উদ্দীন শিক্ষা পরিষদের সভাপতি ফয়সাল বাপ্পী, পরীক্ষা পরিচালনা পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ জারেকা বেগম, পরীক্ষা পরিচালনা পরিষদের আহ্বায়ক মো. আবুল কাশেম, সদস্যসচিব মো. মোখলেছুর রহমান, সদস্য জালাল আহমেদ, মো. শাহাদাত হোসাইন মাহমুদ, সাবিনা বেগম, ওসমান সরওয়ার, দীপন কান্তি চৌধুরী, ওসমান গণি, মুনমুন জাহান, সুমন দত্ত প্রমুখ। পরিষদের সদস্যবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় পরীক্ষার দিনই প্রস্ততকৃত ফলাফল মেয়রের কাছে হস্তান্তর করেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. সাইফুর রহমান ও ফয়সাল বাপ্পী। বিজ্ঞপ্তি