আ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুক্রবার শুরু

70

মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের আয়োজনে কে এম এজেন্সির আর্থিক মেয়র আ জ ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ২৮ জুন শুক্রবার নগরীর কলেজিয়েট স্কুল মাঠে শুরু হচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে কিষোয়ান স্পোর্টস ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা।
এ উপলক্ষ্যে টুর্নামেন্ট পূর্ব এক সংবাদ সম্মেলন গতকাল সিজেকেএস কন্ফারেন্স হলে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক ইয়াসিন আরাফাত। বক্তব্য রাখেন টুর্নামেন্টের স্পন্সর কে এম এজেন্সির স্বত্বাধিকারি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষক মসিউল আলম স্বপন। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সমন্বয়কারী, মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন, টুর্নামেন্টের ড্রিংক পার্টনার (মামিয়া) মাশরিফা ফুড প্রডাক্টস এর জেনারেল ম্যানেজার মো. রাশেদ খান, ক্রীড়া সংগঠক শাহিন সরওয়ার প্রমুখ।
এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী নির্ধারিত ১৬টি দলকে চারটি গ্রূপে বিভক্ত হয়ে প্রথম পর্বে অংশগ্রহণ করবে। চারটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কোয়ার্টার ফাইনালে খেলবে। উন্নীত চারটি দল সরাসরি সেমিফাইনালে খেলবে এবং বিজয়ী দুটি দল ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে পঞ্চাশ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে।
টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে এগার লক্ষ চল্লিশ হাজার টাকা যার অর্ধেক প্রদান করবে স্পন্সর প্রতিষ্ঠান কে এম এজেন্সি এবং অবশিষ্ট ব্যয় করবে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব।