আড়াই বছর পর কবর থেকে নারীর লাশ উত্তোলন

22

আনোয়ারায় মৃত্যুর আড়াই বছর পর আদালতের নির্দেশে এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা উপজেলার সিংহরা গ্রামের মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামানের উপস্থিতিতে পিবিআই গৃহবধূ ঝর্ণা আকতারের (২৪) লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. মোজাম্মেল বলেন, ঝর্ণা আকতারের পালক পিতা আব্দুল আজিম বাদী হয়ে আদালতে শ্বশুরবাড়ির লোকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করলে আদালত পিবিআইকে কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন। ২০১৭ সালের ১ মে ঝর্ণা আখতারের রহস্যজনক মৃত্যু হয়। শ^শুরবাড়ির লোকজন ঝর্ণাকে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দিয়ে পোস্টমর্টেম ছাড়াই তড়িঘড়ি করে লাশ দাফন করে ফেলে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে ঝর্ণার পালক পিতা বাদী হয়ে ঝর্ণার স্বামী মিনহাজ, দেবর জুলহাজ, সাইফুল ও শাশুরিসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ঝর্ণা আখতারের কেউ নেই। আট বছর বয়সে তাকে কুড়িয়ে পেয়ে লালন-পালন করে। পরে মিনহাজের সাথে তাকে বিয়ে দেয়া হয়। তাদের সংসারে চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান বলেন, আদালতের নির্দেশে গতকাল কবর থেকে লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।