আহলে সুন্নাত ওয়াল জামা’আত বিশ্ব শান্তির একমাত্র পথ

210

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের কেন্দ্রীয় মহা সচিব সৈয়দ মছিহুদ্দোলা বলেছেন, অনেক ফেতনায় আক্রান্ত ইসলামে আস্থাহীন নেতৃত্ব। বিপর্যস্ত আদর্শ থেকে উত্তরনে ইসলামের সঠিক দর্শন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বিশ্ব শান্তির একমাত্র পথ। বাংলাদেশের একমাত্র জাতীয় অরাজনৈতিক ইসলামী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামা’আত চট্টগ্রাম দক্ষিণ জেলার দ্বি-বার্ষিক কাউন্সিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামীর সভাপতিত্বে গত বৃহস্পতিবার পটিয়া আনন্দ নগর কমিউনিটি সেন্টারে বিকাল ৩টায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের কেন্দ্রীয় মহা সচিব সৈয়দ মছিহুদ্দোলা। ফেরদৌসুল আলম আল কাদেরী ও মাওলানা হাফেজ আহমদ আল কাদেরীর যৌত সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাজী মঈন উদ্দিন আশরাফী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশরাফুজ্জামান আলকাদেরী, অধ্যক্ষ মুফতি হারুনুর রশিদ, কাজী সোলাইমান চৌধুরী।
এতে আলোচনায় অংশ নেন অধ্যাপক আবুল মনসুর দৌলতী, মাওলানা এম.এ. মাবুদ, মাওলানা ইয়াছিন আনসারী। এতে বিভিন্ন দরবারের প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা মুহিব্বুল্লাহ হাশেমী, বড়লিয়া ছালামিয়া দরবারের পীর ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, আমির ভান্ডার দরবার শরীফের পীর মাওলানা এস.এম শামুনুর রশিদ আমিরী, দক্ষিণ শুকছড়ি দরবারের শাহাজাদা মাওলানা এহসানুল হক চিশতী, জাহাগীরিয়া সুফিয়া দরবারের পীর মাওলানা খাজা মোবারক আলী, চরণদ্বীপ রেজভীয়া দরবারের শাহাজাদা মাওলানা আতাউল মোস্তফা, সাতগাছিয়া দরবারের শাহাজাদা এস.এম হুজ্জাতুল মুব্বাল্লিগ সুলতানপুরী, ওষখাইন দরবারের শাহাজাদা এস.এম. আব্দুল কাদের চাঁদ মিয়া, জাহাগীরিয়া মমতাজিয়া দরবারের শাহাজাদা মাওলানা মতি মিয়া মনসুর, হাফেজ নগরের দরবারের শাহাজাদা এস.এম আশেকুর রহমান ও শাহাজাদা বোরহান উদ্দিন আনসারী। এতে বিভিন্ন থানা প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ আলাউদ্দিন, অধ্যক্ষ মাওলানা হাসান রেজভী, অধ্যক্ষ মাওলনা আহমদ রেজা, অধ্যক্ষ মাওলানা মফিজুর রহমান, মাওলানা ওবাইদুল হক হক্কানী, মাওলানা সৈয়দ মাহমুদুল হক নেজামী, মাওলানা ফরিদুল আলম রেজভী, মাওলানা আবু সৈয়দ নেজামী, মাওলানা ক্ব্ারী আনোয়ার, মাওলানা আবুল কাশেম আনসারী, মাওলানা খোরশেদ আলম রেজভী, মাওলানা সোলাইন ফারুকী, মাওলানা মুফতি কাজী মুহাম্মদ ইউনুস, মাওলানা বদরুজ্জামান নঈমী, মাওলানা আবু বক্কর শিকদার, মাওলানা আব্দুল গফুর রাব্বানী, মাওলানা আবু তালেব নঈমী, আব্দুল মোতালেব সিদ্দীকুন নূরী, যুবনেতা, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মাস্টার মুহাম্মদ কমরুদ্দীন, সালাউদ্দিন খোকন, ছাত্রনেতা নুরুল ইসলাম হিরু, জোবাইরুল হক প্রমুখ। কাউন্সিলে সর্ব সম্মতিক্রমে অধ্যক্ষ শাহ্ খলিলুর রহমান নিজামীকে সভাপতি, মুফতি কাজী আবদুল ওয়াজেদ কে সিনিয়র সহ সভাপতি, মাওলানা হাফেজ আহমদ আলকাদেরীকে নির্বাহী সভাপতি, মাওলানা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরীকে সাধারণ সম্পাদক, মাওলানা ফেরদৌসুল আলম আলকাদেরীকে নির্বাহী সম্পাদক, মুফতি কাজী শাকের আহমদ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক ও মাওলানা নেছার উদ্দিন মুনিরীকে অর্থ সম্পাদক করে একশ এক সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।