আহরণ পাঠক সভা অনুষ্ঠিত

43

গত ১৪ জুন বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত আহরণ পরিবেশ উন্নয়ন স্ব-উদ্যোগ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম মহানগরের পাঠকদের নিয়ে কাজির দেউড়ীর চট্টগ্রাম মেট্রোপলিটন কমার্স কলেজে আহরণ পাঠক সভা অনুষ্ঠিত হয়। চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক সুলতান সালাহ্উদ্দিন কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশ এর সহকারী সম্পাদক মোহাম্মদ আবু তালেব বেলাল। বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন শিশু সাহিত্যিক সমীরণ বড়ুয়া এবং চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ডেপুটি রেজিস্ট্রার শরীফ মাহমুদ ছিদ্দিকী।
সভার শুরুতে গোলাম মোস্তফার প্রার্থনা কবিতা আবৃত্তি করে মুমতাহেনা তারাননুম সাচী। এরপর সংগীতশিল্পী সুপ্রিয়া চৌধুরী, নুসরাত জাহান প্রজ্ঞা ও মাহবুবা শারমিন শিমুর নেতৃত্বে সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয়। কেরাত ও কবিতা আবৃত্তি করেন তানজিম নুর, চৌধুরী মাহমুদা মালিয়াত, মাহাদিয়া হাসান, জাহানরা সান্জিদ সিলভিয়া প্রমুখ। বইয়ের আলোচনায় অংশ নেন মুহাম্মদ সালমান আসিফ, সালাহ্উদ্দিন সৌরভ, তাসিন ইসলাম ধ্রুব, ফিদা নুজহাদ হুদা ও সাদিব সরওয়ার অয়ন। কৌতুক পরিবেশন করে ইরতিজা তাহমিদ। পরিবেশ বিষয়ক পরিবেশনায় অংশ নেয় মো. রেজায়ে রাফি, চৌধুরী ফাইরুজ মালিয়াত ও চৌধুরী নাফিসা মালিয়াত। আহরণ প্রসঙ্গ ও আহরণ ঘোষণাপত্র পরিবেশন করেন নাঈমুল হাসান ও ইয়াসার ওয়াজীহ (বর্ণ)। ছড়া গান পরিবেশন করেন রাজস্থলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক (অব.) দীপংকর বড়ুয়া ও প্রতিকাশ দে। আহরণ স্লোগান ও রবীন্দ্র কাব্য থেকে নেয়া আহরণ ভাবধারা পরিবেশন করেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। সভাপতি বক্তব্য শেষে উপস্থিত সকলকে আহরণ শপথ পাঠ করান। শেষে কোরাস সংগীত ‘আমরা করবো জয় একদিন’ গেয়ে সভার সমাপ্তি টানা হয়। পাঠকসভা সঞ্চালনা করেন চবি শিক্ষার্থী আসমাউল মাওয়া আফরিন। বিজ্ঞপ্তি