আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক

26

নগরের পাথরঘাটায় গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় আহত নয়জনের মধ্যে তিনজনকে আইসিই’তে ভর্তি করা হয়েছে এবং ১ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা নয়জন আহতের মধ্যে চারজনকে ক্যাজুয়ালিটি বিভাগে, একজনকে অর্থোপেডিক্স বিভাগে এবং অর্পিতা নাথকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তিনজনকে রাখা হয়েছে আইসিইউতে। তবে বার্ন ইউনিটে থাকা অর্পিতা নাথের মুখমন্ডলে বার্ন ইনজুরি থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, ‘অগ্নিকান্ডের ঘটনায় চমেক হাসপাতালে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। তা ছাড়া ৩৭ শতাংশ বার্ন ইনজুরি নিয়ে ভর্তি হওয়া নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে’। খবর বাংলানিউজের
গতকাল রবিবার সকাল ৯ টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের ‘বড়ুয়া ভবনে’ গ্যাসলাইন বিস্ফোরণের পর দু’টি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে।এতে নারী শিশুসহ নিহত হন ৭ জন।