আসলাম ফাউন্ডেশন ও চক্ষু হাসপাতালের উদ্যোগে ৯২ রোগীর অপারেশন

33

চট্টগ্রাম নগরীর শেভরন আই হসপিটাল এন্ড রিচার্স সেন্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দৃষ্টি হারা প্রবীণ চক্ষুরোগীর চোখের ছানি অস্ত্রোপচার কর্মসূচি পালিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংস্থা রাউজানের নোয়াপাড়া আসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোাগে শেভরন আই হসপিটাল এন্ড রিচার্স সেন্টারের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ৯২ জন চক্ষুরোগী প্রবীণ নারী পুরুষের চোখে অস্ত্রোপাচার করা হয়। এতে তারা পুনরায় দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন আসলাম স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশেষজ্ঞ চিকিৎসক এস এম এম হাসান। উপস্থিত ছিলেন- চক্ষু বিশেষজ্ঞ আব্দুল মান্নান সিকদার, শাহাদাত হোসেন, এম এ করিম, চশমা পরীক্ষক মুহাম্মদ রফিক উল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন প্রমুখ।
কর্মসূচিতে আসা ক্ষুরোগী জানু বেগম জানান, দীর্ঘদিন থেকে চোখে দেখতেন না তিনি। একারণে চলা ফেরা করতে পারতেন না। উঠতে বসতে আছাড় খেতেন। এখন বিনা খরচে চোখের ছানি অপারেশন করতে পেরে খুশি তিনি। আসলাম ফাউন্ডেশন সূত্র জানায় গত ২০০৩ সাল থেকে সংস্থাটির উদ্যোগে এ পর্যন্ত ৬৩৮ জন চক্ষুরোগীকে ছানি অস্ত্রপাচার করে দৃষ্টি ফিরিয়ে দেয়া হয়। বিজ্ঞপ্তি