আসন্ন মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতবে অ্যাতলেটিকো মাদ্রিদ!

26

২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন লিগে অল ইংলিশ ফাইনালে টটেনহামকে হারিয়ে শিরোপা জিতেছে লিভারপুল। টানা দুবার ফাইনাল খেলেছে ইয়ুর্গেন ক্লপের দল। তবে আসন্ন মৌসুমে লিভারপুল শিরোপা ধরে রাখতে পারবে না বলে মনে করেন তাদেরই সাবেক স্ট্রাইকার রবি ফাউলার। ইংলিশ স্ট্রাইকারের বিশ্বাস, ২০১৯-২০ শিরোপা জিতবে অ্যাতলেটিকো মাদ্রিদ!
গতবার অ্যাতলেটিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে শিরোপা উল্লাস করেছে মোহামেদ সালাহ-রবার্তো ফিরমিনোরা। তবে আগামী মৌসুমে ফাইনালে ওঠার সুযোগ হলেও ট্রফি জিতবে না তারা, এমন ভবিষ্যৎবাণী করলেন ফাউলার। সঙ্গে গত আসরের রানার্স-আপ টটেনহাম ও সাবেক চ্যাম্পিয়ন চেলসিকে হতাশ করে দিলেন। ফাউলার জানান, গত আসরের মতো ২০১৯-২০ মৌসুমে অল ইংলিশ ফাইনাল হবে না। স্পার্স এবং ব্লুজ’দের দৌড় থমকে যাবে বেশিদূর যাওয়ার আগেই। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সিমিওনের অধীনে দুবার ফাইনাল খেলেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। দুবারই তাদের হৃদয় ভেঙেছে নগর প্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদ।
আসন্ন চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে তুরস্কের ইস্তাম্বুলে। তার আগে টুর্নামেন্টের ড্র হবে বৃহস্পতিবার (২৯ আগস্ট), ফ্রান্সের মোনাকোতে।