আশ্রয়ন প্রকল্পে অবস্থানকারীদের সুযোগ-সুবিধা দিবে সরকার

27

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপ-সচিব সানজিদা শারমিন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে যে সকল আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে তৎমধ্যে চন্দনাইশের দিয়াকুল আশ্রয়ন প্রকল্পটি পরিদর্শন করে আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের অবস্থান,সমস্যা চিহ্নিত করে সরকারকে অবহিত করা। তিনি বলেন, আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের আর্থিক,শিক্ষাগত যোগ্যতা, সামাজিক অবস্থানের পরিবর্তন কি হয়েছে বিষয়টি তুলে আনা। বর্তমান প্রধান মন্ত্রীর এসডিজির ১০টি নির্দেশনার মধ্যে আশ্রয়ন প্রকল্পও রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে যারা গৃহহীন ছিল তারা ঘর পেয়ে কতটা উপকৃত হয়েছে তা দেখছেন সাধারণ মানুষ। গত ১৯ জানুয়ারী দুপুরে স্বরাষ্ট মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপ-সচিব সানজিদা শারমিন সরকারের এ প্রকল্পটি পর্যবেক্ষন করেন। এ সময় তার সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী, সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জহিরুল ইসলাম, সাবেক মেম্বার মো. শাহ আলম প্রমুখ। এ তিনি আশ্রয়ন প্রকল্পের বসবাসকারীদের সাথে মতবিনিময় করে তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন।