আশা শেষ ম্যানইউর, নিশ্চিত চেলসি

29

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ চারে থাকার সম্ভাবনা শেষ হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। হাডার্সফিল্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করায় চ্যাম্পিয়নস লিগেও খেলার সম্ভাবনা শেষ রেড ডেভিলদের। অপর দিকে ওয়াটফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে চেলসি।
ম্যানচেস্টার ইউনাইটেড তলানীর দল হাডার্সফিল্ডের বিপক্ষে শুরুটা করেছিলো দাপট দেখিয়েই। ৮ মিনিটে লিড নিয়ে নেয় তারা স্কট ম্যাকটমিনেইর গোলে। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে হাডার্সফিল্ড একটি গোল শোধ দিলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় ম্যানইউকে। তাতে আগামী মৌসুমে ইউরোপা লিগ নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। চেলসি অবশ্য দাপুটে জয় নিয়েই নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগ। একই সঙ্গে অপর ম্যাচে আর্সেনাল ও ব্রাইট অ্যান্ড হোভ অ্যালবিওন ১-১ গোলে ড্র করায় ব্লুরা শেষ চারে থেকেই শেষ করতে যাচ্ছে প্রিমিয়ার লিগ। ৩৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে চেলসি। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে চারে টটেনহাম। অপর দিকে আর্সেনাল ড্র করায় শীর্ষ চারে থাকার আশা শেষ হলেও চ্যাম্পিয়নস লিগে খেলার আশা টিকে রয়েছে এখনও। সেজন্য তাদের জিততে হবে ইউরোপা লিগ। সেমিফাইনালের প্রথম লেগে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে এগিয়ে আছে গানাররা। দ্বিতীয় লেগ হবে বৃহস্পতিবার।