আশরাফ ছিলেন দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন

41

গত ১৩ জানুয়ারী রবিবার, রাত ৮ টায় সেগুনবাগান তা’লীমুল কুরআন কমপ্লেক্স-এর উদ্যোগে খুলশী থানাধীন সেগুনবাগান তা’লীমুল কুরআন মাদ্ররাসা প্রাঙ্গনে বরেণ্য রাজনীতিবিদ, সাবেক জনপ্রশাসনমন্ত্রী, কেন্দ্রীয় আওামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম-এর মৃত্যুতে মরহুমের রূহের মাগফিরাত কামনায় খতমে কুরআন, শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল, চট্টগ্রাম আলেক খতিবদের সভাপতি ও চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা তৈয়ব সাহেব বড়হুজুর।
সঞ্চালনায় ছিলেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রিয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বার আউলিয়া সমিতির সাধারণ সম্পাদক মো. খায়রুজ্জামান লিটন, উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের ডাইরেক্টর মুহাম্মদ মাহবুবুর রহমান, এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুহাম্মদ নাছির উদ্দিন। দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাদ্রাসার উপদেষ্টা ও নির্বাচন প্রচার কমিটির মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মো. কামাল উদ্দিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক হায়দার হোসেন বাদল, ষোলশহর জিলানী মাদ্রাসার পরিচালক হাফেজ মো. ইসমাইল আশ্রাফি, কুমিল্লা চৌদ্দগ্রামের চেয়ারম্যানের ছোট ভাই যুব নেতা বশির উদ্দিন, পাদুকা শিল্প শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল রাজ্জাক, খুলশী থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. হুমায়ুব কবির পাটোয়ারী, রেলওয়ে শ্রমিক নেতা মো. মহসিন, হাফেজ মো. সালামাত উল্লাহ, হাফেজ মো. ইউ শাহ, হাফেজ মো. সলিম, হাফেজ মো. মাহমুদুল হক, হাফেজ নিজাম উদ্দিন, ডা. মো. রেজাউল করিম, হাফেজ ফজলুল করিম, হাফেজ হুজুর কুতুবদীয়া প্রমুখ। প্রধান অথিতি তার বক্তব্যে বলেন, সৈয়দ আশরাফ একজন দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন নেতা ছিলেন। তিনি মন্ত্রী থাকা কালীন দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন দুর্নীতির ইচ্ছা থাকলে রাজনীতি ছাড়ুন, আর রাজনীতি করার ইচ্ছা থাকলে দুর্নীতি ছাড়ুন। আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার সেই আদর্শ যদি আমরা বুকে ধারণ করি দুর্নীতিমুক্ত একটি সোনার বাংলা গড়া আমাদের পক্ষে অবশ্যই সম্ভব। অনুষ্ঠানশেষে সভাপতি মাননীয় প্রধান মন্ত্রীর দূরদর্শিতা ও বিচক্ষণতার প্রশংসা করে তাকে ধন্যবাদ দেয়া ও মুনাজাত করে মাহফিল শেষ করেন। বিজ্ঞপ্তি