আল-হুমাইরা (রা.) মহিলা ফাজিল মাদ্রাসায় শোকরিয়া মাহফিল

501

আলহাজ শামসুল হক ফাউন্ডেশন পরিচালিত ইতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-হুমাইরা (রা.) মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক এমপিওভুক্ত হওয়ায় এক দোয়া ও শোকরিয়া মাহফিল চান্দগাঁও গোলাম আলী নাজির পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালনা কমিটি সদস্য আলহাজ মোজাহেরুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় দোয়া ও শোকরিয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। এতে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আলহাজ এম জাহাঙ্গীর আলম, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব সেলিম সালাহউদ্দিন, আলহাজ মোজাহের হোসেন চৌধুরী ও আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, আল-হুমাইরা (রা.) মহিলা ফাযিল (ডিগ্রি) মাদরাসাটি এমপিওভুক্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, অত্র এলাকার সাংসদ, কাউন্সিলরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি মাদ্রাসার পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন এমপিওভুক্তির পর মাদ্রাসার পূর্বের দক্ষ শিক্ষক মন্ডলীর সাথে আরো নতুন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগের মাধ্যমে আলোকিত এ প্রতিষ্ঠানটিকে চট্টগ্রামের শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা হবে। পরে দেশ, জাতি, সরকার এবং অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করে মসজিদের খতিব বিশেষ মুনাজাত করেন। বিজ্ঞপ্তি