আল্লাহ ও রাসূলের প্রেমে জীবন উৎসর্গ করেছেন শাহ কেবলা

48

শাহ্ কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৬ষ্ঠ দিন শুক্রবার বাদে জুমা হতে লোহাগাড়ার চুনতী শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়। দুই অধিবেশনে ছদরে মাহফিল ছিলেন আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফজলুল হক ও পেকুয়া বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম। বিশেষ মেহমান ছিলেন লেখক, গবেষক আহমাদ ইসলাম চৌধুরী। চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার উপ-অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ফারুক এর সঞ্চালনায় বিশেষ মেহমান ছিলেন সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ। আলোচনায় অংশগ্রহণ করেন সীতাকুÐ ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, চট্টগ্রাম দারুল মা’আরিফ আল ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা ফরিদ আহমদ, কক্সবাজার বাহারছড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম, সাতকানিয়া গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা নেজাম উদ্দীন, সাতকানিয়া গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল কাদের নিজামী। উপস্থিত ছিলেন সীরতুন্নবী (স.) মাহফিলের মোতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, শাহাজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, শাহাজাদা তৈয়বুল হক বেদার, গোলাম কবির, আবু তাহের, মোহাম্মদা তারেক প্রমুখ। তেলাওয়াতে কোরআন পাঠ করেন ক্বারী মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ মুহাম্মদ সিফাত হোছাইন। না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন মাওলানা জহির উদ্দীন, শেখ সোলতান মুহাম্মদ রাফী, মুহাম্মদ উসাইদুর রহমান। বক্তারা বলেন, হযরত শাহ কেবলা (রহ.) আল্লাহ এবং রাসূলের প্রেমে জীবন উৎসর্গ করেছিলেন। আমাদের জন্য প্রতিষ্ঠা করে গিয়েছেন বিষয়ভিত্তিক আলোচনার ১৯ দিনব্যাপি সিরাত মাহফিল। বিজ্ঞপ্তি