আল্লামা হাশেমী ছিলেন একজন ইসলামিক স্কলার

195

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট এম আবু নাছের তালুকদার বলেছেন-আল্লামা হাশেমী ছাহেব কেবলা (রঃ) ছিলেন দক্ষিন এশিয়ার মধ্যে একজন উঁচু মাপের আলেমেদ্বীন । যাঁর জ্ঞানভান্ডার এতই সমৃদ্ধ ছিল যে, ইসলামী শরিয়ার যে কোন জটিল-কঠিন সমস্যার আশু সমাধানের জন্য সকল আলেম সমাজ তাঁর স্মরণাপন্ন হতেন। তিনি ছিলেন ইসলামী শরিয়ার একজন বিদগ্ধ পন্ডিত ব্যক্তিত্ব এবং অসংখ্য আলেম তৈরীর কারিগর। জাতীয় জীবনে একটি সুস্থ সমাজ বিনির্মাণে তিনি বহুমাত্রিক অবদান রেখে গেছেন। যিনি একটি কামিল মাদ্রাসা সহ অসংখ্য মসজিদ,মাদ্রাসা ও খানকা প্রতিষ্ঠা করেন। তাঁরই প্রতিষ্ঠিত শিক্ষালয় থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী জাতীয় পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে নিরবচ্ছিন্ন অবদান রেখেছেন-রেখে চলেছেন। তিনি ইন্তিকাল অবধি ইসলামের মুলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। জাতীয় জীবনে বিদ্যমান নানাবিধ অনিয়ম-অসঙ্গতির বিরুদ্ধে তাঁর সোচ্চার ভূমিকা প্রজন্ম পরম্পরায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে নিঃসন্দেহে। আল্লামা হাশেমী ( রঃ) ছিলেন সর্বমহলে সমাদৃত উপমহাদেশের একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার। জগতখ্যাত এ মহান মনীষির ইন্তেকালে জাতীয় জীবনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন,- আল্লামা হাশেমী (রঃ) তাঁর কর্মযজ্ঞের মাধ্যমে অনন্তকালব্যাপী বেচে থাকবেন। তিনি ছিলেন সত্যানুসন্ধানী মানুষের আস্থার অন্যতম ভরসাস্থল। তিনি হলেন ধর্মানুরাগী মানুষের নিকট প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। এ মহান হাস্তি কখনও কালগর্ভে হারিয়ে যাবেন না বরং কেয়ামত অবধি স্মরণীয়-বরণীয় হয়ে থাকবেন। আল্লামা হাশেমী ছাহেব কেবলা (রঃ) এর মত গুণীজনের পদাংক অনুসরণ করা হলে জাতীয় জীবনে একটি সুস্থ,সুন্দর, স্থিতিশীল ও নিরুপদ্রব সমাজ বিনির্মাণ অধিকতর সম্ভব বলে তিনি মন্তব্য করেন। তিনি আল্লাহর আলিশান দরবারে তাঁর রফয়ে দরজাত কামনা করেন। গত ৪ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় ইমামে আহলে সুন্নাত ওস্তাজুল ওলামা পীরে তরিকত প্রবীন আলেমেদ্বীন শায়খুল মাশায়েখ আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (রঃ) এর মাজার জেয়ারতকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এসময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আল্লামা হাশেমীর জৈষ্ঠ্য শাহজাদা পীরে তরিকত হযরতুলহাজ্ব অধ্যক্ষ আল্লামা আবুল বয়ান রিদোয়ানুর রহমান হাশেমী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্নমহাসচিব আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম নগর সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর, শাহজাদা মাওলানা আবুল এরফান হাশেমী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি অধ্যাপক আলহাজ্ব ছৈয়দ হাফেজ আহমদ, উত্তর জেলা সহ সভাপতি সাইফুল ইসলাম সাগর, উত্তর জেলা সাধারন সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম নেজামী, আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন নেতা মোহাম্মদ হোসাইন, কাজী আলাউদ্দীন আজাদ, ছৈয়দ মাসুদ মেম্বার, তসলিম উদ্দীন, কাজী আহসানুল আলম, আহমদ রেজা, ইঞ্জিনিয়ার রাসেল, শিহাব উদ্দিন, এস এম রাসেদ, ও গিয়াস উদ্দীন হিরু প্রমূখ। বিজ্ঞপ্তি