আল্লামা হাশেমী আজীবন জনকল্যাণে কাজ করেছেন

149

ফকিহে বাঙাল পীরে কামেল আল্লামা শাহসূফি কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.) এর ১৪ তম চান্দ্রবার্ষিক ওরশ শরিফ উপলক্ষে স্মারক আলোচনা গত ৪ নভেম্বর সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। আনজুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ স্মারক আলোচনা আয়োজন করে। সভাপতিত্ব করেন আল আমিন হাশেমী দরবার শরিফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা কাযী ছাদেকুর রহমান হাশেমী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। গবেষক আল্লামা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জমানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মারক আলোচনায় বিশেষ আলোচক ছিলেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক গবেষক আল্লামা এম এ মান্নান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা এম এ মতিন, নগর আহলে সুন্নাত ওয়াল জমাআতের সভাপতি আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী, জামেয়ার প্রভাষক আল্লামা আবুল হাশেশ শাহ্, পীরে তরিকত আল্লামা কাযী শাহেদুর রহমান হাশেমী, অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, অধ্যক্ষ আল্লামা হারুনুর রশিদ আশরাফি, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভি, সাবেক কাউন্সিলর ফরিদ আহমদ চৌধুরী, ড. আল্লামা মুহাম্মদ মতিউল ইসলাম, শাহজাদা মাওলানা আশেকুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা খালেদুর রহমান হাশেমী, জামেয়ার প্রভাষক আল্লামা সৈয়দ ইউনুস রিজভি, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চৌধুরী প্রমুখ। দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন কাযী ছাদেকুর রহমান হাশেমী (মজিআ)। বিজ্ঞপ্তি