আল্লামা হাশেমী’র পরিবারের কৃতজ্ঞতা

364

গত ২ জুন মঙ্গলবার নগরীর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে উপমহাদেশের প্রসিদ্ধ আলেমে দ্বীন, বায়ান্ন’র ভাষাসৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, দেশের হাজার হাজার আলেম-ওলামা, পীর-মাশায়েখের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাগুরু তরীকায়ে কাদেরীয়া, চিশতীয়া নকশবন্দীয়া, মুজাদ্দেদীয়ার শায়েখে মোকাররম চট্টগ্রাম আহসানুল উলুম গাউছিয়া কামিল মাদরাসা সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ইসলামের প্রকৃত ধারা আহলে সুন্নাত ওয়াল জমাআত এর সম্মানিত ইমাম, পীরে কামেল, মুর্শিদে বরহক, শাহ্সুফী, হযরত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী’র ইন্তেকালে দরবারে হাশেমিয়া আলীয়া শরীফের আওলাদে পাক শাহজাদাগণের পক্ষ থেকে চলমান বৈশ্বিক করোনার মহামারি উপেক্ষা করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত পীর-মাশায়েখ, আলেম-ওলামা, চট্টগ্রামের সাংসদবৃন্দ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরগণ, পুলিশ প্রশাসন, শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবীগণ হুজুর কেবলার জানাজা শরীফে হাজির হয়ে সার্বিক সহযোগিতা করায় আল্লামা হাশেমীর জেষ্ঠ্যপুত্র চট্টগ্রাম আহসানুল উলুম গাউছিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ও বাংলাদেশ জয়িতুল মোদাররেসিন চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যক্ষ আল্লামা কাজী আবুল বয়ান হাশেমী পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাহমান্য রাষ্ট্রপতি এডভোকেট মো. আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতিও বিশেষ কৃতজ্ঞতা ও দরবারের পক্ষ থেকে মোবারকবাদ পেশ করেন।
বাংলাদেশ তরিকত ফেডারেশন কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি’র তাৎক্ষণিক অবহিতকরণের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর শোকবাণী গণমাধ্যমে প্রকাশ করায় মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি