আল্লামা শফীর ইন্তেকালে শোক মহানগর বিএনপি :

10

আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আল্লামা শফী একজন বিনয়ী ও সজ্জন মানুষ ছিলেন। তিনি ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বীনের আলো জানিয়েছেন। দেশের এ দুর্যোগকালে তার মতো একজন আলেমে দ্বীনের বড় প্রয়োজন ছিল। তার মৃত্যুতে ইসলাম ও বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অপূরণীয় ক্ষতি সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

চিটাগাং চেম্বার :

হেফাজতে ইসলামের আমীর ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সাবেক মুহতামিম আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকমÐলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ ও সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন গভীর শোক প্রকাশ করেছেন। চেম্বার প্রেসিডিয়াম মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আল্লামা শাহ আহমদ শফী দলমত নির্বিশেষে সকলের কাছে ইসলাম ধর্মের একজন অগ্রগণ্য মুরব্বী হিসেবে সমাদৃত ছিলেন। চট্টগ্রামবাসী তথা দেশ একজন পথ প্রদর্শককে হারিয়েছে। বিজ্ঞপ্তি