আল্লামা মুফতি মোজাফ্ফর আহমদ (র)’র ওফাত বার্ষিকী

117

চট্টগ্রাম নেছারিয়া কামিল (এমএ) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ নুরুল বশর মিঞা বলেছেন, যেসকল ক্ষণজন্মা মহাপুরুষদের শুভ আবির্ভাবে এদেশের জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়েছে, তন্মধ্যে মুফতি অধ্যক্ষ হযরত মোজাফফর আহমদ (র.) তার কৃতকর্ম দিয়ে তাঁদের অন্যতম একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষমতা অর্জন করেন। চট্টগ্রাম নেছারিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, ইসলামী আদর্শের সম্প্রসারণ ও বিস্তৃতিতে অধ্যক্ষ মুফতি আল্লামা মোজাফ্ফর আহমদ (রা:) এর অসামান্য অবদান কখনও বিস্মৃত হবার নয়।
তিনি ছিলেন দেশের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান পাহাড়তলী নেছারিয়া কামিল (এম.এ) মাদ্রাসার প্রতিষ্ঠাতা। নেছারিয়া কামিল (এমএ) মাদ্রাসার উদ্যোগে গত ২৭ মাদ্রাসা ময়দানে মোজাফ্ফর আহমদ (র.) এর ওফাত বার্ষিকী স্মরণে অনুষ্ঠিত ইছালে সাওয়াব মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। নেছারিয়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্র্ণিং বডির সভাপতি আলহাজ নুরুল বশর মিঞা। বিশেষ অতিথি ছিলেন আলহাজ নুরুন্নবী চৌধুরী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা রফিক উদ্দীন সিদ্দিকী, আল্লামা শরীফ মোহাম্মদ সোলাইমান আলহাসানী, আল্লামা এনামুল হক সিকদার, ফকীহ আলহাজ মাওলানা কামাল উদ্দীন আজহারী, মুফতি মাওলানা মোহাম্মদ মোস্তফা, প্রফেসর আব্দুল আজিজ, প্রফেসর হাকিম মুনীর আহম্মদ, মাওলানা আলাউদ্দীন, মাওলানা জানে আলম নেজামী, মাওলানা ইসহাক, মাওলানা হাফিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি