আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী দরবারে মাহফিল

103

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ:) দরবার শরীফে মিলাদুন্নবী (দ.) মাহফিল দরবারের সাজ্জাদানশীন শাহাজাদা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী (মা:জি:আ) সভাপতিত্বে গত ৪ নভেম্বর সোমবার বিকাল ৩টায় নগরীর বায়েজিদ ওয়াজেদীয়া হযরত শাহ্ আমানত জামে মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন খ্যাতিমান আলেমেদ্বীন মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী, মুফতি গোলাম কিবরিয়া আল-কাদেরী, মাওলানা মুহাম্মদ ওমর ফারুক নঈমী, শাহা বোরহান উদ্দিন তালুকদার প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন যে কোন কঠিন পরিস্থিতি, দুঃসময়েও হক ও সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা একজন মুসলমানের ঈমানী দায়িত্ব। আত্মশুদ্ধি অর্জন কর্মে ও চিন্তা ধারায় সত্যকে লালন এবং বিপদগ্রস্থ অসহায় মানুষদের সেবাই আত্মনিবেদনই শরীয়ত ও ত্বরিকতের শিক্ষা। সত্যের উপর সুদৃঢ় ও অবিচল থাকা এবং জনকল্যাণে আত্ম নিবেদনের মাধ্যমে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি প্রিয় নবী (দ.) নৈকট্য লাভ এবং আউলিয়ায়ে কেরামের রুহানী ফয়েজ হাসিল করা সম্ভব। বিজ্ঞপ্তি