‘আলেম-ওলামাদের ঐক্য গড়ে তুলতে হবে’

41

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় সভাপতি পীরে কামেল আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন- যুগে যুগে ইসলামের মুলধারা সুন্নীয়তের সম্প্রসারন ও বিস্তৃতিতে পীর-মাশায়েখ, আলেম-ওলামারা অনন্যসাধারণ অবদান রেখেছেন। যে ধারাবাহিকতায় এ উপমহাদেশেও তাঁদের সরব সক্রিয়তা কোনভাবেই বিস্মৃত হবার নয়। অতীব দূঃখজনক হলেও সত্য যে, বর্তমানে সম্মানিত পীর-মাশায়েখ, আলেম-ওলামারা বহুধা বিভক্ত । ফলে মূলধারার অনুসারীরা ক্রমাগত পশ্চাৎমূখীতার দিকে ধাবিত হচ্ছে। বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন হয়ে কেউ বাতিল দলভুক্ত হচ্ছেন, আবার কেউ বিভিন্ন অবাঞ্ছিত গ্রুপ-উপগ্রুপে জড়িত হয়ে পড়ছেন। যা শুধু দূঃখজনক নয় বরং গ্লানিকরও বটে। এমনিতর এক নাজুক পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে গিয়ে পীর-মাশায়েখ ও আলেম-ওলামাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে বলে তিনি মন্তব্য করেন।
শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন ৮৭ শতাংশ সুন্নী মুসলমান এর এদেশে সুন্নীরা অনেকটা প্রবাসীর মত। যার অন্যতম কারণ হচ্ছে সুন্নীদের আতœকেন্দ্রিকতা ও অন্তর্মুখী চিন্তা-চেতনা। আর অতীব চাতুর্যতার সাথে এ সুযোগের সদ্ব্যবহার করছে বিভিন্ন বাতিল অপশক্তি। ফলে এদের অবাঞ্ছিত আস্ফালন সুন্নীদের ক্রমাগত হুমকীর মুখে নিপতিত করছে। এমনকি প্রজন্ম ধাবিত হচ্ছে ক্রমশঃ বিভ্রান্তির দিকে। গত ৬ সেপ্টেম্বর রবিবার শাহেনশাহে আদালত শাহসুফি হযরত আমানত শাহ (র.) এর মাজার জেয়ারত প্রাক্কালে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,- পীরে তরিকত আল্লামা নাছেরুল হক চিশতী, শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিকি, পীরে তরিকত আল্লামা আআবদুস সালামের শাহজাদা,পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, ইমামে রব্বানী দরবার শরীফের খলিফা পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসাইন হেলালী, পীরে তরিকত শাহজাদা ছৈয়দ মামুনুর রশিন আমিরী,পীরে তরিকত শাহ ফরিদুল আবছার আমিরী, পীরে তরিকত আল্লামা নাঈমুল কুদ্দুস আকবরী, ঢাকা মগবাজার দরবার শরিফের সাজ্জাদানসীন পীরে তরিকত আল্লামা হাবিবুল্লাহ আলকাদেরী, চাঁদপুর ঘনিয়া দরবার শরিফের সাজ্জাদানসীন পীরে তরিকত আল্লামা নাজমুল হক আখন্দ, পীরে তরিকত আলহাজ্ব আল্লামা নুরুল কবির, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, আল্লামা কাজী জসিম উদ্দীন, এম সোলায়মান ফরিদ, অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান, স ম হামেদ হোসাইন, শায়খুল হাদিস আল্লামা এনামুল হক সিকদার, আল্লামা হাসান রেজা আলকাদেরী, হাফেজ মাওলানা বোরহান উদ্দীন, আলহাজ্ব এস এম সিরাজ উদ্দীন তৈয়বী, আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, এস এম আব্দুল করিম তারেক,এম মহিউল আলম চৌধুরী, মাওলানা মঈনউদ্দীন চৌধুরী হালিম, পীরজাদা শামসুদ্দীন হাবিবী, মাওলানা মফিজুর রহমান প্রমুখ।