আলীকদমে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

50

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ২টি অস্ত্র, গুলি ও ১ হাজার ২৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে। গত ৪ জুন পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও এসব ইয়াবা উদ্ধার করে আলীকদম সেনা জোন ও আলীকদম থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, আলীকদম সদর ইউনিয়নের অন্তর্গত ০৬ নং ওয়ার্ডের লাংরিং পাড়াস্থ পাশ্ববর্তী পাহাড়ের পরিত্যক্ত একটি ঘরে অস্ত্র,গুলি ও ইয়াবা মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিত্যক্ত টিনশেড ঘরের মধ্যে পলিথিন মুড়িয়ে চুলার নিচে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরী বন্দুক, ১টি দেশীয় তৈরী রিভালবার, ২৩ রাউন্ড গুলি ও ১ হাজার ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে এর সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি। অস্ত্র, গুলি ও ইয়াবা জব্দের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, জব্দকৃত অস্ত্র, গুলি ও ইয়াবা থানা হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে তদন্ত অব্যহত আছে।