আলীকদমে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

48

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলা ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নীতিমালা বহির্ভূতভাবে ইট উৎপাদনের দায়ে দুইটি ইট ভাটায় ১লক্ষ টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দুইটি ইট ভাটার ড্রামসিট চিমনী ভাঙ্গা হয় এবং ভাটায় ফায়ার সার্ভিস কর্মী দ্বারা পানি ঢেলে দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক মো. কামরুল হাসানসহ পুলিশ। সরেজমিন জানা গেছে, প্রথমে চট্টগ্রামের রাউজান নিবাসী জনৈক শওকত তালুকদারের মালিকানাধীন ফাতেমা ব্রিকস্ (এফবিএম)-এ ভ্রাম্যমাণ আদালত ও পরে আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন চেয়ারম্যানের মালিকানাধীন ইউনিক ব্রিকস্ (ইউভিএম) ইটভাটায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রামসিট চিমনি ভাঙ্গা হয় এবং ভাটায় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ঢেলে আগুন নিভিয়ে দেয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪ ও ৬ ধারা লঙ্ঘন করে লাইসেন্সবিহীন ইট প্রস্তুত ও কাঠ পোড়ানোর অভিযোগে জরিমান করা হয় দু’টি ইটভাটা মালিককে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার সাংবাদিকদের বলেন, পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাকে নিয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আদালত প্রতি ইট ভাটায় ৫০ হাজার টাকা করে দুইটি ইটভাটায় মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।