আলীকদমে আগুনে পুড়েছে ৩ টি ঘর

39

বান্দরবানের আলীকদম উপজেলায় আগুনে পুড়ে ৩টি বসতঘর সম্পূর্ণ ছাই হয়ে গেছে। শনিবার বিকালে আলীকদম উপজেলার সদর ইউনিয়নের আমতলী আশ্রয়ন কেন্দ্রে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। অগ্নিকান্ডে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা।
এদিকে স্থানীয়র জানান,শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ আশ্রয়ন প্রকল্পের একটি কক্ষ থেকে আগুনের ঝলকানি দেখা যায়। এসময় লোকজন বিভিন্ন কাজের জন্য বাইরে থাকায় আগুনে নেভানোর কাজে তেমন লোকজন পাওয়া যায়নি। তাছাড়া আশে পাশে পানির কোন উৎস না থাকায় আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের আরো দুটি কক্ষে। মুহ‚র্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় তিনটি পরিবারকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় আশে-পাশের আরো কয়েকটি পরিবার অগ্নিকান্ড থেকে রক্ষা পায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে আলীকদম থানার সেকেন্ড অফিসার এসআই আজমগীর।