আলীকদমে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

37

বান্দরবান সদর উপজেলার সাবেক পৌর কমিশনার ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চথোয়াই মং মার্মাকে অপহরন করেছে একদল সন্ত্রাসী। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় আলীকদম প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আলীকদম উপজেলা শাখার আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংব্রাচিং মার্মা ও সাধারন সম্পাদক দুংড়িমং মার্মা। প্রতিবাদ সভায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত বুধবার রাত ৯ টার দিকে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওজি হেডম্যান পাড়ার খামার বাড়ি থেকে অস্ত্রের মুখে আওয়ামীলীগ নেতা চথোয়াইমং মার্মাকে ধরে নিয়ে যায় দূবৃত্তরা। এ সময় তার স্ত্রী বাধা দিলে তাকেও মারধর করে এবং হত্যার হুমকী দেয় সন্ত্রাসীরা। চথোয়াইমং মার্মা বান্দরবান পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি এলাকায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এবং জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা’র আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ নেতা চথোয়াই মং মার্মা অপহরনের ঘটনায় তাৎক্ষনিক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। উল্লেখ্য, ৭মে জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। একইদিন অপহরন করা হয় ফোলাধন তঞ্চঙ্গ্যা নামের আরেক কর্মীকে।
এখনো পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। এর দুইদিন পর ৯মে সন্ত্রাসীরা আবার জনসংহতি সমিতির সমর্থক জয়মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। এরপর গত ১৯মে সন্ত্রাসীরা বান্দরবানের রাজবিলায় আওয়ামীলীগের সমর্থক ক্যাচিং থোয়াই মার্মাকে (২৭) অপহরনের পর গুলি করে হত্যা করে।