আলম স্মৃতি দাবায় রাব্বি চ্যাম্পিয়ন

36

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির পরিচালনায় আব্দুল আলম স্মৃতি ফিদে উম্মুক্ত ব্লীজ রেটিং দাবা প্রতিযোগিতায় রাব্বি সেলিম অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। তিনি বিশ্ব দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে কর্তৃক স্বীকৃত এই আন্তর্জাতিক ব্লীজ রেটিং দাবায় ৯ খেলায় ৮.৫ পয়েন্ট লাভ করেন। সমান সংখ্যক খেলায় ৭ পয়েন্ট পেয়ে রানার আপ, ৬.৫ পয়েন্ট ট্রাইবেকিং এর মাধ্যমে যথাক্রমে নাসির হাসান ৩য়, রাকিব সাচ্চু ৪র্থ, এম কে শাহীন ৫ম, মো: নাজিম ৬ষ্ঠ স্থান, ৬ পয়েন্ট পেয়ে যথাক্রমে দাবা জাহাঙ্গীর ৭ম, সাইফুল আজম ৮ম, মুজিবুর রহমান ৯ম এবং মো: মাঈন উদ্দিন ১০ম স্থান লাভ করেন। অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরিতে তুশিষ তালুকদার, নন রেটেড ক্যাটাগরিতে রাশেদুল ইসলাম, সেরা মহিলা ক্যাটাগরিতে মিস মেহেক, ৫০ বৎসর উর্ধ্বে ক্যাটাগরিতে মো: ইসহাক, রেটিং ১৮০০ হইতে ১৯০০ ক্যাটাগরিতে হাবিবুল ইসলাম নান্টু, ১৬০১-১৮০০ রেটিং ক্যাটাগরিতে সবুজুর রহমান এবং ১০০০ হতে ১৬০০ রেটিং ক্যাটাগরিতে অ্যাডভোকেট জসীম উদ্দীন সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।
সিজেকেএস জিমন্যাশিয়ামস্থ দাবা কার্যালয়ে অনুষ্ঠিতব্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম। চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সভাপতি রাকিবুল ইসলাম সাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী এস.এম তারেক এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাবা খেলোয়াড় সমিতির সি: সভাপতি মো: শহীদুর রহমান, সহ-সভাপতি সৈয়দ আবদুল আহাদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক বিষ্ণু চৌধুরী, প্রচার সম্পাদক নাসির হাসান, সদস্য রফিকুল হাসান প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠিত এই দাবা প্রতিযোগিতায় ৩৮জন আন্তর্জাতিক রেটেড দাবাড়–সহ মোট ৬০জন দাবাড়– অংশগ্রহণ করেন।