আর কোনো আইপিও নয়

32

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সংক্রান্ত নতুন কোনো আবেদন আর নেবে না। গতকাল মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০১৫ সংশোধন করার উদ্যোগ নিয়েছে বিএসইসি। এই পাবলিক ইস্যু রুলস সংশোধন হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের আইপিও আবেদন জমা নেবে না কমিশন।
গতকাল ৩০ এপ্রিল থেকে কার্যকর শুরু হয়েছে বলে জানিয়েছে বিএসইসি। তবে ২৯ এপ্রিল সোমবার পর্যন্ত যেসব কোম্পানির আইপিও আবেদন জমা পড়েছে সেগুলোর ক্ষেত্রে বিদ্যমান আইন অনুযায়ী বিবেচনা করা হবে। ৩০ এপ্রিল থেকেই অ-তালিকাভুক্ত কোম্পানির মূলধন উত্তোলন সংক্রান্ত আবেদন নেওয়া বন্ধ করে দিয়েছে কমিশন।
তবে ইতোমধ্যে যেসব অ-তালিকাভুক্ত কোম্পানির মূলধন উত্তোলনের আবেদন জমা পড়ে আছে সেগুলোর ক্ষেত্রে বিদ্যমান আইন অনুযায়ী বিবেচনা করা হবে বলে জানিয়েছে বিএসইসি। খবর বিডিনিউজের