আর কে ডিজিটাল ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

60

নতুন উদীয়মান রেফারি সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের ব্যবস্থাপনায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির পরিচালনায় , আর কে ডিজিটালের আর্থিক সহযোগিতায়, সহ-সভাপতি অ্যাডভেভোকেট মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে আর কে ডিজিটাল নতুন ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্স গতকাল সকালে সিডিএফএ’র কনফারেন্স রুমে উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আলহাজ আলী আব্বাস, বিশেষ অতিথি থেকে বক্তব্য প্রদান করেন অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য মো: নজরুল কবির দীপু, চট্টগ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত ক্রীড়া সম্পাদক ও অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি দেবাশীষ বড়–য়া দেবু, সিডিএফএ’র সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয় এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোর্স উপকমিটির চেয়ারম্যান শামীম আহমেদ, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের নির্বাহী সদস্যবৃন্দ, আজীবন সদস্যবৃন্দ, কোর্সে অংশগ্রহণরত নতুন প্রশিক্ষণার্থী, অ্যাসোসিয়েশনের সকল নিয়মিত রেফারিবৃন্দ, অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপকমিটির সম্পাদক গিয়াস উদ্দিন বাবর। বিজ্ঞপ্তি