আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচের কিছুই হয়নি!

32

বার্তা সংস্থা রয়টার্সই দিয়েছিল এমন খবর। করোনা পজিটিভ হয়েছেন আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো কোচ কার্লোস বিলার্দো। পারিবারিক সূত্রের মাধ্যমে এমন তথ্যের নিশ্চয়তা দিয়েছিল সংস্থাটি। কিন্তু নতুন খবরে বিলার্দোর ভাই এবার দাবি করলেন, ‘ভুলক্রমে’ কোভিড-১৯ আক্রান্ত দেখানো হয়েছে সাবেক এই কোচকে! দীর্ঘদিন ধরে মস্তিষ্কের জটিলতায় ভুগছেন বিলার্দো। তাই অনেক দিন ধরে থাকা হচ্ছিল একটি নার্সিং হোমে। প্রথমে দাবি করা হয়, সেই নার্সিং হোমেই বিলার্দোসহ আরও ১০জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিলার্দোর ভাই অবশ্য এই ভুলের জন্য নার্সিং হোমকেই দোষ দিলেন, ‘আমার ভাইয়ের কিছুই হয়নি। সেই বিখ্যাত ল্যাবই ভুল করেছে। এটা আসলে ওদের মেরে ফেলার জন্যেই করেছিল। এখন অবশ্য সে আগের জায়গাতেই ফিরে যাবে।’ পজিটিভ ঘোষণার পর দিনই ৮২ বছর বয়সী সাবেক এই কোচকে হাসপাতালে নেওয়া হয় শনিবার। তার কোনও উপসর্গ ছিল না এমনটাও দাবি করা হয়। এরপর রবিবার তাকে নেওয়া হয় আর্জেন্টিনার প্রাইভেট ইন্সটিটিউট অব ডায়গনোসিসে। সেখান থেকে অবশ্য স্বাস্থ্য সংক্রান্ত কোনও রিপোর্টই প্রকাশিত হয়নি।