আরো এক ভবন মালিক কারাগারে

22

ইমারত নির্মাণ আইনে আরো এক ভবন মালিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালত। গতকাল বৃহস্পতিবার বিচারক সাইফুল আলম চৌধুরীর আদালত এ নির্দেশ দিয়েছেন। আসামি মো. কাইছার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামি মো. কাইছার চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার হাজি ইসমাইল সওদাগর বাড়ির বাসিন্দা।
এ নিয়ে মোট ৫ জনকে ইমারত আইন লঙ্ঘনের মামলায় কারাগারে পাঠিয়েছেন সিডিএ বিশেষ আদালত। এর আগে ভবন মালিক আবছার উদ্দিন, মো. হারুন, মো. নুরু হোসেন ও মো. জামাল উদ্দিনকে কারাগারে পাঠান আদালত।
আদালতের বেঞ্চ সহকারী মো. ফয়েজ আহমেদ বলেন, আসামি মো. কাইছার অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ করেন। তদন্তে গিয়ে সিডিএ’র অথরাইজড বিভাগ প্রমাণ পায়। পরে পরিদর্শক সৈকত চন্দ্র পাল বাদি হয়ে মামলা দায়ের করেন।