আরব তরুণীদের প্রেরণা জাবের

46

অস্ট্রেলিয়ান ওপেনে অসাধারণ পারফরম্যান্সে ইতিহাসে নাম লিখিয়েছেন ওন্স জাবের। আরব দেশগুলোর মধ্যে প্রথম নারী হিসেবে পা রেখেছেন গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে। তিউনিশিয়ার এই টেনিস খেলোয়াড়ের বিশ্বাস, তার সাফল্য আরবের অন্য নারীদেরও অনুপ্রেরণা জোগাবে।
নিজের শক্তি ও সামর্থ্যরে প্রমাণ রেখে মেলবোর্ন পার্কে রবিবার চীনের ওয়াং কিয়াংকে ৭-৬ (৭-৪), ৬-১ গেমে হারান জাবের। ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামসকে হারিয়ে শেষ ষোলোয় উঠেছিলেন কিয়াং।
ম্যাচ শেষে মার্গারেট কোর্ট অ্যারেনার হাজার হাজার দর্শকের অভিনন্দনে সিক্ত হন জাবের। এ সময় ২৫ বছর বয়সী তরুণী জানান আবর বিশ্বের তরুণদের প্রতিনিধি হিসেবে নিজের স্বপ্নের কথা।
“দেশে তরুণ প্রজন্মকে আমি উৎসাহ যোগানোর চেষ্টা করে যাচ্ছি, তিউনিশিয়ায় কিংবা আরব বিশ্বে, বিশেষ করে আফ্রিকায়, যেটি অসাধারণ। এটি অসম্ভব নয়, আমি করতে পেরেছি।”