আরএসআরএম এর এজিএম অনুষ্ঠিত

49

পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর ষ্টীল রিরোলিং মিল্স লিমিটেড এর (আর এস আর এম ষ্টীল) ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত সোমবার সকাল ১১টায় চট্টগ্রামে শাহীন গল্ফ এন্ড কান্ট্রি ক্লাব কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদে মোট ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। শাহীন গল্ফ এন্ড কান্ট্রি ক্লাব কমিউনিটি হলে কোম্পানির চেয়ারম্যান মিসেস সামসুন নাহার রহমানের সভাপতিত্বে পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান, পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, স্বতন্ত্র পরিচালক মেজর জেনারেল মো. আসহাব উদ্দীন এন ডি সি, পিএস, সি (অব.) পরিচালক মারজানুর রহমানের প্রতিনিধি সফিউল আসগর, প্রধান অর্থ কর্মকর্তা প্রতিনিধি শফিকুদ্দীন আহমদ ও কোম্পানি সচিব মো. মঈন উদ্দীন আহমদ। সভায় সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন, পরিচালক পুনঃনির্বাচন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। রতনপুর ষ্টীল মিল্স লিমিটেড এর (আর এস আর এম ষ্টীল) ৩০ জুন ২০১৮ ইং সমাপ্ত হিসাব বছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের (স্পন্সর ডাইরেক্টর ছাড়া) ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় পরিচালনা পর্ষদ। একই সময়ে শেয়ার প্রতি আয় (ই পি এস) হয়েছে ৭ টাকা ০৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা (বোনাস শেয়ার সমন্বয়ের পর)। বিজ্ঞপ্তি