আমি হবো

83

আমি হবো নদীর জোয়ার জল
কর্ণফুলি ছেড়ে যাবো হয়তো অনেক দূরে
ছুটবো আমি একা একা, কল কল কল সুরে!

তেরপারি ও মদুনাঘাট ছাড়ি
শ্যামল শোভায় শত শত গাঁ ছেড়ে গাঁ যাবো
নদীর পাড়ের গাছ-গাছালি কত শত পাবো!

নদীর জলে দৌঁড়বে নৌকো কত
তা ধেই ধেই নাচবে কাতাল, রুই মইল্যা কই
গাঁয়ের ছেলে ডুব দিয়ে জল- করবে যে থই থই!

ওসব সয়ে ছুটে যাবো একা
যেতে যেতে যাবো ঠিকই,সত্যিই রসুলপুর
পড়বে পথে ধর্মপুর ও প্রিয় জাঁহানপুর!

জোয়ার জলের বন্ধু সবাই জানি
নদীর পাড়ের সবাই যখন আদরে দেয় ডুব
ওদের পরশ স্নেহ-ছোঁয়ায় মন ভরে যায় খুব!

গর্বে তখন উঁচু গলায় বলি
জোয়ার-জলই সেজে আমি ছুটছি কত গাঁ
সবাই শুধু টানলো বুকে, কেউ বলেনি, না!