আমি সবভুলে গেছি

36

কারো দেয়া কষ্ট কাউকে বলতে না পারার অভিমান
নিভৃত্যের অনলে বেঁচে থাকার অনন্ত সুখটুকু খুঁজে
সুখে ঘুমের ঘোরে স্বপ্নের রঙধনু হয়ে ভেসে বেড়াই
এপ্রান্ত থেকে ও প্রান্ত। সমস্ত কোলাহল থেকে দূরে আরো দূরে
কোন এক ফাল্গুনী জোছনার রাতে
নদীর কিনারে শুয়েছিলাম সবকিছু ভুলে
কঠিন ভাষার হৃদয় বিদীর্ণ ব্যথা, তাও মনে রাখিনি
স্মৃতির তুমুল অন্ধকার রাতে অশ্রু বিসর্জন
ভুলে গেছি আমার এখন রাত জাগা হয় না
দিন ফুরোলেই রাজ্যের ঘুম
আমি ইচ্ছে করলেই ব্যাকুল হতে পারি না
নিঃসঙ্গ সুখের পুলকে পলকে নির্ঝর হই
আনমনে এ কেবলি পরম পাওয়া ….