আমি চাই

34

তুমি আমার জন্য সাজো,
রাত্রি কিংবা ঘোর আঁধারে খুঁজো

চলো না হারাই দু’জন বিদ্যুৎ বিভ্রাটে
হয়ত কেউ খুঁজবে লন্ঠনের আলোয়
কেউ বা খুঁজবে চন্দ্রের জোস্নায়

বাতাসে উড়ুক তোমার কৃষ্ণবর্ণ চুল
আমি দেখবো আনমনে, একটুখানি ছুঁয়ে
লজ্জায় মাথা লুকাও আমার কোলে।

এসো নদীর পাড়ে কাশফুলের মেলায়
দু’জন কিছুক্ষণ বসি
এসো সবাইকে দিয়ে ফাঁকি
হারাই অজানা এক পাতালপুরীতে
কিংবা অচেনা এক কল্পলোকে