আমি এসেছি

36

আমি এসেছি পৌষেই ঠিক, কনকনে শীত সাজে
আমার শরীরে শিশির কণারা
ঘুমায় লাজুক-লাজে!
পায়ে পায়ে হাঁটি নিকষ কালোয় কখনও চাঁদনী রাতে
কখনও ছুটেছি কাকডাকা ভোরে
তুল তুল তুল প্রভাতে!
ফুল পাখি নদী আমার পরশে কুয়াশায় জুবুথুবু
বনবনানী ও পাহাড় ঘুমায়
খুঁজেনি আমাকে তবু!
আমি শীতে ছুটি সোনালীপাটও কাঁচ-পাকা মৌ ধানে
দৌঁড়েছি সাগরে উঁচু নিচু ঢেউয়ে জন্মভূমির গানে!
শতকোটি গাঁও তীব্র ছোঁয়ায়, শুকনো শুকিয়ে কাঠ
নিশ্চুপ নিথর শান্তশীতল
সজীব-সবুজ মাঠ!
আমি শীত বুঝি খুব ভালো নই,তী² ভীষণ ধার
কিছুদিনপর ঠিকই চলে যাবো
করিওনা মন ভার!
ষড় ঋতুতে আমি খুবই ছোট,মনে নেইতো অহংকার
সাদাসিধে চলি, কম কথা বলি
ভালোবেসে বারেবার!