আমিরাতে শিশুর জীবন রক্ষা করে বাংলাদেশি পুরস্কৃত

51

আরব আমিরাতের আজমানে অগ্নিকান্ডের সময় ভবনে আটকে থাকা তিন বছরের শিশুর জীবন রক্ষায় এগিয়ে এসে সাহসিকতাপূর্ণ ভূমিকা রেখেছেন এক বাংলাদেশি।
ফারুক ইসলাম (৫৭) নামের ওই বাংলাদেশিকে সম্মাননা দিয়েছে দেশটির আজমান প্রদেশের সিভিল ডিফেন্স। গত মঙ্গলবার তাকে এ সম্মাননা দেয়া হয়।
জানা গেছে, সম্প্রতি আরব আমিরাতের আজমানের আল নাইমিয়া এলাকায় একটি ভবনে আগুন লাগে। ভবনটির পাশে মুদি দোকানে কর্মরত ফারুক ইসলাম বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার সময় ভবনটির দ্বিতীয় তলা থেকে এক মহিলাকে জানালা দিয়ে উর্দুতে তিন বছরের বাচ্চটিকে বাঁচানোর জন্য সাহায্য চেয়ে আর্তনাদ করতে শুনতে পান। কিন্তু ভয়ে কেউ এগিয়ে আসছিল না। তখন ফারুক ইসলাম এগিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলে ওই মহিলা উপর থেকে তার সন্তানকে নিচে ছুঁড়ে দেন। ফারুক ইসলাম শিশুটিকে বাঁচাতে সক্ষম হন। পুত্রকে নিরাপদ দেখে একপর্যায়ে শিশুটির মাও নিচে লাফ দেন। তবে নিচে পার্ক করা একটি গাড়ির ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।