আমিরাতে মেক্স টাইয়ার এলএলসির উদ্বোধন

49

আরব আমিরাতে দীর্ঘ বছর যাবত ভিসা বন্ধ থাকার পরেও বিদেশের মাটিতে দেশের সম্মান বয়ে আনার লক্ষে বিভিন্ন ব্যবসা গড়ে তুলছেন প্রবাসী বাংলাদেশীরা। তাই বাংলাদেশীদের নিয়োগ ভিসা চালু থাকলে দেশীয় প্রতিষ্ঠানের প্রসার ঘটাতে পারবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে নিজ দেশের প্রতিষ্ঠান থেকে পণ্য কেনা উচিত। কারণ পণ্য বিক্রিতে এই অর্থ ঐ দোকানির মাধ্যমে রেমিটেন্স হিসাবে দেশে যাবে। তাই এই বিষয়গুলো নিজ দেশের মাতৃত্ববোধে খেয়াল করা উচিত বলে মনে করেন কোম্পানির পরিচালক মোহাম্মদ নাজিম।
১৬ মে আরব আমিরাত আজমান নয়া সানায়ায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল মাজাল গ্রুপের ২০ তম শাখা মেক্স টাইয়ার এসএলসির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহিউদ্দিন, পরিচালক নাজিম উদ্দিন, প্রতিষ্ঠানের ক্লায়েন্ট রিলেশান ব্যবস্থাপক মোহাম্মদ সুহেল, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুর আলী বাবুল, এমদাদ মিয়া, ইসমাইল গনি চৌধুরী, মোহাম্মদ আজিম, রামসি গ্রæপের মোহাম্মদ ইউচুপ,বাকেট গ্রুপের জাগির হোসেন চুট্টু, সানসিটি গ্রæপের মোহাম্মদ রাজা মল্লিক,সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ হান্নান সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।