আমিরাতের জাতীয় দিবস উদযাপনে কবিতা মঞ্চ

63

আরব আমিরাতের ৪৮তম জাতীয় দিবস উদযাপন করেছে জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি। গত ২ ডিসেম্বর সংগঠনের উদ্যোগে আবুধাবির ফর্মাল পার্কে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ মুসার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মনিরউদ্দিন মান্নার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে আরব আমিরাতের সাবেক প্রেসিডেন্ট মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়নের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক ও মীরসরাই সমিতির সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন ফেরদৌস আরা বেগম লায়লা, আবু তাহের, সরোয়ার চৌধুরী, ডাঃ শেখ শামসুর রহমান, জেবুন নাহার, আমিনুল ইসলাম, মোহাম্মদ জাফর উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ সাইফুল আলম সাইফ, আক্তারউদ্দিন পারভেজ, মুহাম্মদ ফরহাদ, ফরিদা পারভিন, নাবিলা আলী মাহি চৌধুরী, শারমিন আক্তার জেলী প্রমুখ। উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মির্জা মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাতুর ইসলাম চৌধুরী, আল আমিন জয়, দীপক চন্দ্র দাস প্রমুখ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, কবি, লেখক, ছড়াকার, সাহিত্যিক ও সাংবাদিকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।