আমার কর দিতে ভয় হয় : বদি

84

কর আদায়কালে হয়রানির ভয়ে অনেক মানুষ আয়কর দিতে ভয় পায় বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।
তিনি বলেন, ‘কর দিয়ে সেরা করদাতা নির্বাচিত হয়েছি। কিন্তু দুর্নীতির মিথ্যা মামলায় আমার তিন বছর সাজাও হয়েছিল। এরপর থেকে আমার কর দিতে ভয় হয়।’
গতকাল শনিবার বেলা ১১টায় কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আয়কর মেলায় তিনি এই মন্তব্য করেন। ‘উন্নয়নের শীর্ষে যাবো, যথাযথ আয়কর দেবো’ স্লোগান সামনে রেখে চট্টগ্রাম কর অঞ্চল-৪ এই মেলার আয়োজন করে। খবর বাংলা ট্রিবিউনের
আবদুর রহমান বদি বলেন, ‘অনেকে মনে করেন, আয়কর দিতে গেলে ঝামেলা হয়। তবু সোনার বাংলা গড়ার লক্ষ্যেই টেকনাফের শত শত মানুষ কর দিতে বদ্ধপরিকর। আমি সততার সঙ্গে ব্যবসা করে জীবিকা নির্বাহ করি।’
অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ মফিজ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহীন আক্তার, চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর।
মেলায় ২০১৯-২০ অর্থবছরের আয়কর রিটার্ন জমা, প্রতিটি কর অঞ্চল বা সার্কেলের জন্য বুথ, নতুন করদাতার জন্য ইটিআইএন রেজিস্ট্রেশন বুথ বসানো হয়।
সংসদ সদস্য শাহীন আক্তার বদি বলেন, ‘সোনার বাংলা গড়তে, করের কোনও বিকল্প নেই। তাই সবাইকে কর আদায় করতে হবে। তবে কর আদায়ের সময় কোনও মানুষ যেন হয়রানির শিকার না হন।’