আমানবাজারে আজিমুশশান সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত

68

আমানবাজার উত্তর পার্শ্বে দক্ষিণ পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সুন্নি সমাজকল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় গত ৫ মার্চ আজিমুশশান সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়। হযরতুলহাজ্ব মাওলানা ছালেহ আহমদ আনছারীর সভাপতিত্বে ও মুহাম্মদ গিয়াস উদ্দিনের পরিচালনায় উদ্বোধক ছিলেন হযরতুলহাজ্ব মাওলানা জানে আলম নেজামী।
ইসলামী ছাত্রসেনা চিকনদন্ডী ও দক্ষিণ পাহাড়তলী শাখার যৌথ উদ্যোগে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন সাজ্জাদানশীন শাহসুফী হযরত গোলাম মর্তুজা মুহাম্মদ এয়াহিয়া আল মালেকী। প্রধান আলোচক ছিলেন আল্লামা ওছমান গণি ছালেহী, বিশেষ অতিথি ছিলেন আল্লামা মমতাজুল হক নঈমী। বক্তব্য রাখেন মাওলানা মোরশেদুল আলম কাদেরী, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা সৈয়দ মুহামম্দ ইসমাইল, মাওলানা মু. হাসান আলী, সৈয়দ হাসান মাসুদ, রফিকুল ইষলাম, গিয়াসউদ্দিন হিরু, মো. আজিম, মো. ওসমান প্রমুখ। বিজ্ঞপ্তি

চন্দনাইশ কাসেম মাহবুব
উচ্চ বিদ্যালয়ের
কমিটি অনুমোদন

উপজেলা সদরস্থ কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অনুমোদন দিয়েছেন বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবু তাহের। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত পরিচোলনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মো. কাসেম, দাতা সদস্য, প্রতিষ্ঠাতা এম এ মাহবুব চৌধুরী, সম্পাদক, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, শিক্ষানুরাগী সদস্য মোর্শেদুল আলম, অভিভাবক সদস্য যথাক্রমে সালেহ আহমদ, মো. ইব্রাহিম, লিটন বড়ূয়া, মো. দিদারুল আলম, শিক্ষক প্রতিনিধি যথাক্রমে অমল কান্তি দে, রফিক আহমদ ও শামীমা আকতার। চন্দনাইশ প্রতিনিধি