আমাদের ছোট নদী

154

কোথায় পালালো নদী পড়ে আছে চর!
হাওয়ায় উড়তে চায় বালি ও কাঁকর
কী এমন অভিমানে নদীও পালায় !
ও নদী,ও ছোট নদী, আয় ফিরে আয়।

বৈশাখে কাঠফাটা রোদ্দুর লাল
শুকিয়ে গিয়েছে ঠোঁট, জলের আকাল
গরমে হাঁপিয়ে ওঠে মেঘ মাগে কারা ?
পিপাসায় মনমরা ফসলের চারা।

অভিমানি মেঘ ফিরে যায় বারবার
তৃণভূমি বনভূমি হবে ছারখার!
পলি-বালি জমে ক্রমে শীর্ণ শরীর
কোথাও পালিয়ে যেতে ছিলি অস্থি’র?

ও কালবৈশাখী, মেঘ নিয়ে আয়
বৃষ্টি নামিয়ে দিবি পাহাড়চূড়ায়
জল-ছলছল ঢল পার অবধি
দুষ্টু মেয়ের মত ছুটুক নদী।

ও নদী, ও ছোট নদী, তুই ফিরে এলে
শরীর জুড়াবো আমি জলকেলি খেলে
বনে বিলে মাঠে ঘাটে পড়ে যাবে সাড়া
করবে কী ঝলমল এপাড়া ওপাড়া।

সবুজে ¯িœগ্ধ হবে তোর চারপাশ
গাছে গাছে দোল খেতে আসবে বাতাস
মেঘ দেবে ঝমঝম জল বর্ষায়
ও নদী,ও ছোট নদী, আয় ফিরে আয়।